July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 2nd, 2024, 6:05 pm

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা

ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকা, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা কেঁপে ওঠে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

——ইউএনবি