October 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 14th, 2023, 8:13 pm

৬১ থেকে ৫২ কেজিতে দীঘি

অনলাইন ডেস্ক :

ওজন নিয়ে কম কথা শুনতে হয়নি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। প্রকাশ্যে কথা শুনিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সেই ইস্যু থামলেও দীঘির নিজের সঙ্গে যুদ্ধ থামেনি। ওজন ইস্যুতে অবশেষে সফল এই নায়িকা। জানালেন, গত আটমাসে ৬১ কেজি থেকে ৫২ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছেন। ওজন কমানো প্রসঙ্গে দীঘির ভাষ্য, এই আটমাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিং সহ আরও অনেককিছু। আর এখন সেই আমি একই ব্যক্তি, যে নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করার পরেও সবার ভালবাসা পাচ্ছি।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল। দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।