October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 8:22 pm

৬ বছর পর প্রকাশ হচ্ছে হারুকি মুরাকামির নতুন বই

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৬ বছর পর ২০২৩ সালের ১৩ এপ্রিল প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় জাপানি লেখক হারুকি মুরাকামির নতুন বই। গতকার বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাপানি প্রকাশনী সংস্থা শিনকোসা। শুরুতে বইটি জাপানি ভাষায় প্রকাশ হলেও পরে অন্যান্য ভাষায় অনুবাদ করা হবে। তবে অনূদিত বই কবে নাগাদ প্রকাশ পাবে তা নিয়ে প্রকাশানা সংস্থা কিছু জানায়নি। মুরাকামির নতুন বই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ‘কিলিং কমেন্ডেটোর’ উপন্যাস প্রকাশের পর এটিই হবে তার প্রথম বই। বিবৃতিতে শিনকোসা প্রকাশনী জানায়, নতুন বইটি ১৩ এপ্রিল প্রকাশিত হবে। তবে বইয়ের শিরোনাম বা প্লট সম্পর্কে কিছুই জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, জাপানি ভাষায় বইটির পা-ুলিপিতে ১ হাজার ২০০ পৃষ্ঠা রয়েছে। মূল বইটি কত পৃষ্ঠার হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। এর আগে প্রকাশনীটি জানিয়েছিল, মুরাকামির ‘আগে থেকে কিছু না জেনেই পড়তে পড়তে পাঠক গল্পটা আবিষ্কার করুক’ ইচ্ছের প্রতি শ্রদ্ধা জানাতে উপন্যাসের পটভূমি গোপন রাখা হয়েছে। সাহিত্যে নোবেল পাওয়ার দাবিদার হিসেবে বেশ কয়েক বছর ধরে উচ্চারিত হচ্ছে মুরাকামির নাম। বিশ্বজুড়ে তার বই সর্বোচ্চ বিক্রির তালিকায় থাকে। তার প্রতিটি বই প্রায় ৫০ টি ভাষায় অনূদিত হয়েছে। মুরাকামি সাহিত্যে ডুবে যায় তার পাঠকসমাজ। এর আগে ২০১৭ সালে ‘কিলিং কমেন্ডেটোর’ প্রকাশের দিন পাঠকের উপচে পড়া ভীড়ের কারণে টোকিওতে বইয়ের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হয়েছিল। সূত্র: এএফপি