অনলাইন ডেস্ক :
টানা ৬ বছর পর বাংলাদেশে এসে পশ্চিমবঙ্গের নচিকেতা একেবারে মাতিয়ে দিলেন। তুমুল আড্ডা দিলেন, সঙ্গে গাইলেন নতুন গানও। এরমধ্যে অন্যতম ‘শুকনো বকুল’। তুমি তোমার কাক্সিক্ষত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ, আমার দিকে আর ফিরে তাকিয়ো না, কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়, অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না, আমি তো ফুল শুকনো বকুল, দু’হাতে কুড়িয়ে নেবার দিন শেষ, ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ। এমন কাব্যময় কথার গানটি রচনা করেছেন কবির বকুল। আর তাতে সুর দিয়েছেন বেলাল খান। ঢাকায় আড্ডার ফাঁকে গানটির কথা-সুর শুনে ব্যাকুল হলেন নচিকেতা। দাঁড়িয়ে পড়লেন রেকর্ডিং স্টুডিওতে, জানালেন বেলাল খান। গানটি সৃষ্টির গল্প শোনান বেলাল খান। বলেন, ‘কোভিডের সময় লকডাউন চলাকালে একদিন বকুল ভাই তার পুরনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। কিছু দিন পর একটা সুর বকুল ভাইকে শোনাই। এরপর আমরা দুজনেই ভাবতে থাকি গানটি কে গাইলে ভালো হবে? ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তো দুদিন আগে ঘরোয়া আড্ডায় বকুল ভাই নচিকেতা দাদাকে গানটির সুর শোনালে তিনি তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছে পোষণ করেন। এটা শুনে তো আমি অবাক এবং মুগ্ধ। পরদিনই আমরা গানটি রেকর্ড করি।’ কবির বকুল বলেন, ‘‘এবারের বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ কবিতার বইয়ের অন্যতম পছন্দের কবিতা এটি। বেলাল যখন সুর করে পাঠিয়েছিল তখন থেকেই ভাবনায় ছিল গানটি স্পেশাল কাউকে দিয়ে গাওয়ানোর। নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।’’ এদিকে গানটি প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করছে। ভালো কথা ভালো সুর সবসময় আমাকে আকৃষ্ট করে। বকুল ও বেলাল মিলে যে গানটি তৈরি করছে, সেটি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেতো। গেয়ে আনন্দ লাগছে।’ বেলাল খান জানান, শিগগিরই গানটি প্রকাশ করা হবে ভিডিও আকারে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ