অনলাইন ডেস্ক :
ব্রাজিলের আমাজন বন উজাড় গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছর ৩৩ দশমিক ৬ শতাংশ কমেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার (৭ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ব্রাজিল সরকার জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসের এক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, চলতি বছর রেইনফরেস্ট কমেছে প্রায় দু’হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার। এতে বলা হয়, গত বছরের প্রেসিডেন্ট বলসোনারোর অধীনে একই সময় জানুয়ারি থেকে জুন ছয় মাসে আমাজন বন কমেছিল প্রায় তিন হাজার ৯৮৮ বর্গ কিলোমিটার। যা বর্তমান সরকারর চেয়ে ৩৩ দশমিক ৬ শতাংশ বেশি। এছাড়াও ২০৩০ সালের মধ্যে বন উজাড় বা বন ছাড়পত্র শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট লুলা।
কিন্তু এটা তার জন্য বড় ধরনের এক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের অধিকারে রেইনফরেস্টের যে এলাকাটি রয়েছে, তা এখনও নিউইয়র্ক সিটির আয়তনের তিনগুণ বেশি। যদিও এর আগে বিগত কয়েক বছরে বন উজাড়ের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরও প্রেসিডেন্ট নিজের প্রতিশ্রুতি নিয়ে আশাবাদী এবং সে হিসেবে কাজ করছেন। গত বৃহস্পতিবার ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চ নতুন স্যাটেলাইটের তথ্য উপস্থাপন করেছে। এ সময় দেশটির পরিবেশ মন্ত্রী মেরিনা সিলভা সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাজন বন উজাড়ের একটি স্থির নিম্নগামী প্রবণতায় পৌঁছেছি।’ তিনি বলেন, গত বছর এ সময়ের তুলনায় রেকর্ড হারে বন উজাড় কমেছে। শুধুমাত্র জুন মাসের হিসেবে যা ৪১ শতাংশ মনে করা হচ্ছে।
আরও পড়ুন
সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৪, আহত ৪৩
জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলের রাজপথে সাত লাখের বেশি মানুষ
ইমরান খানের দলের সমাবেশ, পাকিস্তানে উত্তেজনা