October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 7:58 pm

৭০০ কোটি ছাড়িয়ে রজনীকান্তের সিনেমা

অনলাইন ডেস্ক :

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জেলার’। নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়েছে। ১৭ দিনে বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির ১৭ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৩১৫.৫৯ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৫৭.৭০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৩৮ কোটি ৫১ লাখ টাকার বেশি।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন- জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি (নন থিয়েট্রিকাল)। এটি প্রযোজনা করেছেন কালানিথি মরন।