আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সকল অবৈধ বা অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা এই নির্দেশ অমান্য করবে সেসব প্রতিষ্ঠানের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) বেলাল হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অনিবন্ধিত ক্লিনিক বন্ধে সকল সিভিল সার্জন ও বিভাগীয় কর্মকর্তাদের এ নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
—ইউএনবি
আরও পড়ুন
মরামতের অপেক্ষায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এক জোড়া ডেমু ট্রেন
আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়লেও সেবার জন্য প্রস্তুত নয় হাসপাতালগুলো
হলি আর্টিজানে নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা