আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সকল অবৈধ বা অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা এই নির্দেশ অমান্য করবে সেসব প্রতিষ্ঠানের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) বেলাল হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অনিবন্ধিত ক্লিনিক বন্ধে সকল সিভিল সার্জন ও বিভাগীয় কর্মকর্তাদের এ নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
—ইউএনবি
আরও পড়ুন
ওয়াশিংটন ডিসি থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর