October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 20th, 2023, 7:44 pm

৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তারা নীলক্ষেত মোড়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। এতে সংলগ্ন রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ঢাবির রেজিস্টার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানি বন্ধ। পরবর্তী পর্যায়ে পদোন্নতির জন্য সিজিপিএ শর্ত সংশোধন করা এবং পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা।

এছাড়া একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠন করা এবং শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষে স্থান সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

আন্দোলনের সমন্বয়কারী তসলিম চৌধুরী বলেন, এর আগে আমরা ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ম্যামের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। এ বিষয়ে আজ মঙ্গলবার একটি মিটিং আছে। আমরা আশা করি এই আমাদের সমস্যার সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধের কারণে যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

—-ইউএনবি