অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩১ মে) বেলা ১২ টায় জাতীয় চিত্রশালা ৩ নং গ্যালারিতে “বঙ্গবন্ধু ও রূপসী বাংলা” শীর্ষক সপ্তাহব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক, প্রতিমন্ত্রী, কে এম খালিদ, এমপি, শিল্পকলা একাডেমির সচিব ড. আসাদুজ্জামান, ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কাজল হাজরা এবং আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক মঈন উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রয়াত তিনজন ফটোসাংবাদিক মোহাম্মদ আলম, রশিদ তালুকদার ও মানু মুন্সিকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। প্রয়াত ফটোসাংবাদিকদের সন্তানরা এই সম্মাননা গ্রহণ করেন। তিনজন বরেণ্য ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান, ওয়াসে আনসারী ও জালাল উদ্দিন হায়দাকে সম্মাননা দেওয়া হয়। রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ পনির হোসাইন, দ্বিতীয় সামসুল হায়দার বাদশা এবং তৃতীয় সাজ্জাদ মাহমুদ নয়ন। বিশেষ জুরী পুরস্কার পান জাকির হোসেন চৌধুরী সম্মাননা পান। প্রদর্শনীতে বাছাইকৃত মোট ১০০টি আলোকচিত্র স্থান পায়। বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর অংশগ্রহণকারী পরিবারদের সম্মাননা দেওয়া হয় মোহাম্মদ আলম, মানু মুন্সি, আফতাব আহমেদ, এম এম মোজাম্মিল হোসেন, এস এম মোশাররফ হোসেন, জহিরুল হক, এ বি এম রফিকুর রহমান এবং জালাল উদ্দিন হায়দারকে। প্রদর্শনী চলবে ৬ জুন ২০২২ পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের