September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 8th, 2022, 7:33 pm

৮০ কোটি রুপিতে ‘ডার্লিংস’-এর স্বত্ব বিক্রি

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী আলিয়া ভাট হয়েছেন প্রযোজক। ছবির নাম ‘ডার্লিংস’। সহ-প্রযোজনায় শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। সেই ছবি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। আনন্দবাজার পত্রিকার খবর- ৮০ কোটি রুপিতে ‘ডার্লিংস’-এর স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটির দর্শকদের পছন্দসই হবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা। এরই মধ্যে শ্যুটিং শেষ। যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা। আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে ব্যস্ত আলিয়া। তার ঝুলিতে পরপর রয়েছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কী প্রেমকহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।