এ বছর সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৯ জুলাই পর্যন্ত ৯১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২২ জন নারী।
৮ জুলাই রাতে প্রকাশিত মন্ত্রণালয়ের হজ বুলেটিনে প্রকাশ করা হয়েছে যে মক্কায় ৭৫ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন, আরাফাতে দুইজন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হজযাত্রী মারা গেছেন।
রবিবার পর্যন্ত হজ সম্পন্ন করে ৭৬টি ফ্লাইটে মোট ২৯ হাজার ৪৪ জন হজযাত্রী দেশে ফিরেছেন।
তিনটি এয়ারলাইন এই ফ্লাইটগুলো পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ টি ফ্লাইট পরিচালনা করে, সৌদি এয়ারলাইন্স ৩১ টি ফ্লাইট পরিচালনা করে এবং ফ্লাইনাস ১৭ টি ফ্লাইট পরিচালনা করে।
এই বছর, ৩২৫ টি ফ্লাইটে প্রায় ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হাজী হজ করতে সৌদি আরবে গেছেন।
প্রথম ফিরতি ফ্লাইটটি ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শেষ ফিরতি ফ্লাইটটি ২ আগস্ট ফেরার কথা।
—ইউএনবি
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের তথ্যভাণ্ডার তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে: উপদেষ্টা
আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার
নেতাদের গাড়িবহর পরিহারের নির্দেশ বিএনপির