October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 16th, 2023, 7:46 pm

৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দুঃসাহসী খোকা’

অনলাইন ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক সিনেমা নির্মিত হলেও নির্দিষ্টভাবে তার কৈশোরকাল উঠে আসেনি রুপালি পর্দায়। তবে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার তুলে আনছেন মহান এই নেতার কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এই সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করলেন ‘দুঃসাহসী খোকা’ সিনেমা। সিনেমাটি মুক্তি উপলক্ষে সোমবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ছবির শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে তিনটি পোস্টার ও টিজার দেখানো হয়। পরিচালক গুলজার জানান, সরকারি অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’ ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য জ্যোতি।

তিনি বলেন, অল্প দিনের ক্যারিয়ারে এমন মহান ব্যক্তির চরিত্র করতে পেরেছি এটা আমার সৌভাগ্য। ছবিতে আমি চরিত্রটি ঠিকভাবে করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বই পড়ে তার সম্পর্কে জেনেছি। সবাই কেমন ফিডব্যাক দেয় সেটা দেখার অপেক্ষায় আছি। এই সিনেমাতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা গোলাম ফরিদা ছন্দা বলেন, ফুলের মালা গাঁততে হলে অনেকগুলো ফুল দরকার হয়। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের দেশে অনেক ছবি হয়েছে। ফুলের মালায় এই ছবটি আরেকটা ফুল হয়ে থাকবে। ‘দুঃসাহসী খোকা’ সিনেমার সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে এসেছিলেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, কামাল কিবরিয়া লিপু প্রমুখ।