October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 22nd, 2023, 6:26 pm

৯৩তম জন্মদিনে প্রেমিকাকে বিয়ে করলেন চন্দ্রজয়ী বাজ অলড্রিন

অনলাইন ডেস্ক :

চন্দ্রজয়ী নভোচারী এডউইন ‘বাজ’ অলড্রিন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে একটি ঘরোয়া অনুষ্ঠানে তিনি তার ‘দীর্ঘদিনের প্রেমিকা’ ড. আনকা ভি ফাউরকে (৬৩) বিয়ে করেছেন।

পোস্টে তিনি জানান, শুক্রবার (২০ জানুয়ারি) তার ৯৩তম জন্মদিনে তিনি বিয়ে করেন।

নীল আর্মস্ট্রং-এর সঙ্গে চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ হিসেবে অলড্রিনের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

তিনি লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমার দীর্ঘদিনের প্রেমিকা ও সঙ্গী ড. আনকা ভি ফাউর ও আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা লস অ্যাঞ্জেলেসে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন করেছিলাম এবং ঘর থেকে পালানো কিশোরের মতোই উত্তেজিত ছিলাম।’

নববধূর বেশ কয়েকটি ছবিসহ দেয়া পোস্টটিতে শনিবারের মধ্যে ফেসবুকে ৫৩ হাজারের বেশি ‘লাইক’ ও ‘লাভ রিয়েক্ট’ পড়েছে।

১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১ মহাকাশযানে করে নভোচারী আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের মাটিতে পা রাখেন। মাইকেল কলিন্স ছিলেন এ অভিযানের তৃতীয় সদস্য।