অনলাইন ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৯/১১ হামলার ২০তম বার্ষিকী পালনের প্রক্কালে শুক্রবার পোস্ট করা এক ভিডিওতে “আমাদের সবচেয়ে বড় শক্তি” হিসেবে আমেরিকানদের ঐক্য প্রদর্শনের আহবান জানিয়েছেন।
হোয়াইট হাউস থেকে ৬ মিনিটের এই ভিডিও বার্তায় বাইডেন বলেন,“আমার কাছে ১১ সেপ্টেম্বরের ঘটনা একটি বড় শিক্ষা, এটা আমাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এাঁ একটি বড় ধাক্কা, যা আমাদের মানবিক করে তোলে, আমেরিকার আত্মার এই মর্মবাণীর জন্য যুদ্ধে একতা আমাদের সবচেয়ে বড় শক্তি।”
ভিডিও বক্তব্যে তিনি বলেন, “ঐক্যের অর্থ এই নয় যে আমাদের একই বিষয় বিশ্বাস করতে হবে, একে অপরের প্রতি এবং জাতির প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস থাকতে হবে।”
(সূত্র : বাসস)
আরও পড়ুন
নির্বাচনকে কেন্দ্র করে তৎপর হচ্ছে আন্ডারওয়ার্ল্ড
চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর সেতুতে ধ্বস
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৫০