September 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 25th, 2023, 8:38 pm

অঞ্জনাকে নিয়ে ফেসবুকে মনির খানের খোলাচিঠি

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ‘অঞ্জনা’ শিরোনামে অনেক বিরহের গান গেয়েছেন তিনি। সেই গানগুলো তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। দর্শকরা মনির খানের মুখে বিরহের এ গানগুলো মাঝে মধ্যে গুন গুন কর গাইতে পছন্দ করেন। সেই অঞ্জনাকে নিয়ে এবার ফেসবুকে খোলাচিঠি লিখলেন এ শিল্পী। খোলা চিঠিতে মনির খান লিখেছেন, পাশার দান ঘুরে যায় একদিন, অন্যের প্রতি যে অন্যায় আচরণকে কখনো অন্যায় মনে হয় নাই, সেই একই আচরণ যখন নিজের সঙ্গে হলো, আত্ম-উপলব্ধিটা চলেই এলো তোমার ভেতর! এখন অভিযোগও করতে পারছ না। কারণ, যে হাত রক্তমাখা, সেই হাত দিয়ে কি খুনের সাধারণ ডায়েরি লেখা যায়? আবার ক্ষমাও চাইতে পারছ না। কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে, আফসোস! খুব নীরবে প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজে নিতে হচ্ছে তোমাকে।

মনির খান খোলাচিঠিতে আরও লিখেছেন, অনেকে বলে ‘কারমা’ কিংবা প্রকৃতির প্রতিশোধ, আসলে ওসব কিছু না। এটা বোধ হয় স্বাভাবিক নিয়মে জীবনের মোড় ঘুরে যাওয়া। ইউটার্ন নিলেই যেমন বাম আর ডান উল্টে যায়; অমন করে উল্টে যায় চিন্তা, বোধ, বিচার, বিবেক আর গলার সুর। অথচ রাস্তার ওপাশে থেকে এপাশের কথা একটু ভাবলেই হয়তো বহুকাল আগের সেই অন্যায়টা হতো না। হয়তো তোমাকে একবিন্দু প্রায়শ্চিত্তও করতে হতো না। হয়তো কারও জীবন আরেকটু সুন্দর হতো। হয়তো ভয়াবহ তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কাউকে বাঁচতে হতো না। হয়তো স্রষ্টার দুয়ারে জমা হওয়া কারও করুণ আর্তি মর্ত্যরে বুকে তোমার জন্য অভিশাপের বৃষ্টি হয়ে নেমে আসত না।

শ্রোতানন্দিত শিল্পী খানের তুমুল জনপ্রিয় গান ‘অঞ্জনা’ এখনো তার জন্য বিশেষ পরিচিতির বাহক হয়ে আছে। এই গায়কের অনেক অ্যালবামে ‘অঞ্জনা’ সিরিজের গানটি ঘুরেফিরে এসেছে। তার অসংখ্য শ্রোতারা জানতে চেয়েছেন কে এই অঞ্জনা? অঞ্জনা প্রসঙ্গে মনির খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার স্কুলের পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়ত। সে ছিল ক্লাস সেভেনে। আর আমি ছিলাম নাইনে। আমাদের প্রেম আসলে সেভাবে প্রস্তাব করে হয়নি। একসঙ্গে চলাফেরা, এর মধ্য দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে।’ মনির খানের এই অঞ্জনাকে নিয়ে এখনও ভক্ত-অনুরাগীদের মনে রয়েছে তুমুল আগ্রহ।