নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে অনুষ্ঠিত হলো হেমন্তকালীন কবিতা উৎসব । বুধবার অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ । উৎসবে বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের উপ-আঞ্চলিক পরিচালক এ এইচ এম শরীফ , লেখক তৈয়বুর রহমান বাবু ও কবি জোসেফ আখত্ার । শুভ্চ্ছো কথা বলেন বশিষ্ট শিল্পপতি মোঃ শাহাদৎ হোসেন ।
হেমন্তকালীন কবিতা উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন : ডক্টর নাসিমা আখতার, বাশার ইবনে জহুর, মাহমুদ ইলাহী মন্ডল , জোসেফ আখতার, জাকির আহমদ, শরীফুল আলম অপু, ইমাদ ইদ্দন আহমেদ, এস,এম শহীদুল আলম , আসাদুজ্জামান মিলন , এইচ বি লাভলী, নাহিদ শারমিন শান্তা, জিন্নাতুন নাহার, পূর্ণিমা রাজ, মোনালিসা রহমান, নাহিদা ইয়াসমিন, সেলিনা সাত্তার শেলী,রেজিনা সাফরিন, এটিএম মোর্শেদ, মাহমুদ লুৎফর, মিনু সরকার, আসাদুজ্জামান মিলন, মো: গোলাম মোস্তফা, মোরশেদ সারওয়ার জুয়েল , এস,এম ইতি, ময়নামনি , র্প্রাথনা, পূর্ণতা, আলমিনা আখতার মিনা, ডাঃ বিকে বিশ্বাস প্রমূখ । উৎসবে গান গেয়ে শোনান, শাহীল ফারহিন লিয়ন ও রওশন আরা সোহেলী । আয়োজনটি উপস্থাপন করেন মাহবুবুল ইসলাম।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি