অনলাইন ডেস্ক :
প্রথম উইকেট গুগলিতে। পরেরটি দারুণ ফ্লাইট ও টার্নে। পরে এক ওভারেই দুই শিকার গুগলিতে। এরপর ফ্লাইট ও টার্নে আরেকটি। এভাবেই জাদুকরি লেগ স্পিনের পসরা মেলে ধরল সাইখ ইমতিয়াজ শিহাব। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করা লেগ স্পিনার ফাইনালেও নজর কেড়ে নিল চোখধাঁধানো লেগ স্পিনে। অধিনায়কের দুর্দান্ত বোলিংয়ে ছোট পুঁজি নিয়েও বড় জয়ে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন হাই স্কুল। ৩৪৮টি স্কুল ও প্রায় ৭ হাজার ক্রিকেটারের ক্রিকেট উৎসব প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারের সেরা রংপুর শিশু নিকেতন হাই স্কুল। ফাইনালে সোমবার তারা ৫৯ রানে হারায় মেহেরপুর সরকারী হাই স্কুলকে। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মন্থর ও স্পিন সহায়ক উইকেটে দাপট দেখায় দুই দলের স্পিনাররাই। ব্যাটসম্যানদের ছিল ভোগান্তি। রংপুর শিশু নিকেতন ৩৭.১ ওভারে অলআউট হয় ১০২ রানে। মেহেরপুর সরকারী স্কুলের অফ স্পিনার আরাফাত আমান রিয়ান ১০ ওভারে স্রেফ ৯ রানে নেয় ৪ উইকেট। তবে তার বোলিং বিফলে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। নায়ক হয়ে ওঠে লেগ স্পিনার শিহাব। ২০.২ ওভারে ¯্রফে ৪৩ রানেই শেষ হয়ে যায় মেহেরপুর সরকারী হাই স্কুল। ৫ ওভারে ১৪ রান দিয়ে শিহাবের শিকার ৫ উইকেট। বেশ মসৃণ ও নান্দনিক বোলিং অ্যাকশন তার, বল টার্ন করাতে পারেন অনেক। গুগলি তো অসাধারণ! টুর্নামেন্ট জুড়ে তার লেগ স্পিন ছিল ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। ফাইনালের আগে আরও তিন ম্যাচে তার ছিল ৫ উইকেট, একটিতে ছিল ১৬ রানে ৮ উইকেট। সেমি-ফাইনালেও তার শিকার ছিল ৪টি। এরপর ফাইনালের সাফল্য। ম্যান অব দা ফাইনাল তো বটেই, ৩৩ উইকেট ও ১৩৬ রান করে ম্যান অব দা টুর্নামেন্টও শিহাব। রংপুর শিশু নিকেতনের অধিনায়ক দিয়েছে লেগ স্পিন দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের বার্তাও। রংপুর শিশু নিকেতন ফাইনালে ব্যাটিংয়ে নামে টস হেরে। তৃতীয় ওভারে দারুণ এক পুল শটে ছক্কা মারে ওপেনার সৈকত ইসলাম। তবে আউটও হয়ে যায় সে ওই ওভারেই (৭)। তিনে নেমে আহমেদ তেজান খেলে দারুণ কয়েকটি শট। আরেক ওপেনার মুনতাসির রহমান প্রীতম আগলে রাখে এক প্রান্ত। তবে অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে যায় দুজনই। ২২ বলে প্রীতম করে ৫। তেজান ৬ চারে ৩৪ বলে করে ২৮। কে জানত, তেজানের রান হয়ে থাকবে শুধু ইনিংসের নয়, ম্যাচেরও সর্বোচ্চ! দারুণ টার্নিং এক বলে তেজানকে বোল্ড করে শিকার শুরু করে রিয়ান। তার স্পিনের সামনে ধসে পড়ে রংপুর শিশু নিকেতনের মিডল ও লোয়ার মিডল অর্ডার। কেবল উইকেটকিপার সাদ ৩৩ বলে করে ২৪ রান। টার্নিং উইকেটে ওই রান তাড়ায়ই মুখ থুবড়ে পড়ে মেহেরপুর সরকারী স্কুলের ব্যাটিং। উইকেট শিকারের শুরুটা করে রংপুর শিশু নিকেতনের পেসার সামিউল ইসলাম শুভ। ইনিংসের প্রথম বলেই সে ফিরিয়ে দেয় মেহেরপুর সরকারী স্কুলের ওপেনার হাসিবুল ইসলামকে। প্রথম ওভারের শেষ বলে তার শিকার তিনে নামা পারভেজ মোশাররফ। শূন্য রানে ২ উইকেট হারানো দল আর সামাল দিতে পারেনি সেই ধাক্কা। স্পিন আক্রমণে আসার পর উইকেট পড়তে থাকে একের পর এক। শিহাবের লেগ স্পিনের কোনো জবাবই ছিল না তাদের সামনে। ফ্লাইট ও টার্নে তারা ভুগছিল ক্রমাগত, গুগলি তো পড়তেই পারছিল না। মেহেরপুর হাই স্কুলের ওপেনার সিয়াম আহমেদ হিমেল (১২) ছাড়া আর কেউ ছুঁতে পারেনি দুঅঙ্ক। প্রতিপক্ষ অধিনায়ক বাঁহাতি ইশতিয়াক আহমেদ জিসানকে বিশাল টার্নিং এক বলে বোল্ড করে শিহাব পূর্ণ করে তার ৫ উইকেট। হুবুহু সাকিব আল হাসানের মতো অ্যাকশনে বোলিং করে নজর কাড়া বাঁহাতি স্পিনার ইয়াসিন আরাফাত সাকিব নেয় আঁটসাঁট বোলিংয়ে নেয় একটি উইকেট। প্রায় সাড়ে তিনশ স্কুলকে নিয়ে এই ক্রিকেট উৎসব শুরু হয় এপ্রিল মাসের শুরুতে। প্রথমে জেলা পর্যায়ে খেলা হয়ে জেলার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয় বিভাগীয় পর্যায়ের খেলা। এরপর জাতীয় পর্যায়ের খেলা শেষে টুর্নামেন্ট পেল চূড়ান্ত বিজয়ীর দেখা।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর শিশু নিকেতন হাই স্কুল : ৩৭.১ ওভারে ১০২ (প্রীতম ৫, সৈকত ৭, তেজান ২৮, আবির ৭, শ্রাবণ ১, সাদ ১৫, আল আমিন ১, শিহাব ০, সাকিব ৯, রেশাদ ১৪, শুভ ১*; জিহান ৪-০-২৩-১, শফিক ৪-১-১৪-০, সোহান আবেদিন ৪.১-০-২১-২, সোহানুর রহমান ১০-১-২৩-২, রিয়ান ১০-৫-৯-৪, ইসুফ ৫-০-১২-১)।
মেহেরপুর সরকারী হাই স্কুল: ২০.২ ওভারে ৪৩ (হাসিবুল ০, হিমেল ১২, পারভেজ ০, আলিফ ৭, পিয়াস ৫, রিয়ান ৬, সোহানুর ১, সোহান ২, জিহান ৪, শফিক ৩*, ইউসুফ ০; শুভ ৪-১-৯-২, রেশাদ ২-১-৪-০, তেজান ৩-০-৪-১, সাকিব ৬.২-২-১২-১, শিহাব ৫-০-১৪-৫)।
ফল: রংপুর শিশু নিকেতন হাই স্কুল ৫৯ রানে জয়ী
ম্যান অব দা ফাইনাল ও টুর্নামেন্ট: সাইখ ইমতিয়াজ শিহাব
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা