November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 3rd, 2021, 1:12 pm

অধ্যাপক ইমরান রহমান ইউল্যাবের নতুন উপাচার্য

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইমরান রহমান। বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য এবং বাংরাদেশের রাষ্ট্রপতি আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। গতকাল ২ নভেম্বর থেকে তা এই নিয়োগ কার্যকর হয়েছে।

অধ্যাপক ইমরান রহমান ২০০৬ সালে বাণিজ্য অনুষদের ডিন হিসেবে ইউল্যাবে যোগদান করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ছিলেন।

ইউল্যাবে যোগদানের পূর্বে অধ্যাপক ইমরান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান এবং কম্পিউটার সেন্টারের চেয়ার হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন। একজন সহপ্রতিষ্ঠাতা হিসেবে ১৯৯০ সালে তিনি একটি মার্চেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা করেন এবং ৬ বছর যাবতকাল এর পরিচালনায় ছিলেন। অধ্যাপক ইমরান রহমান ম্যানচেস্টার বিজনেস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স-এ অধ্যয়ন করেছেন।

—ইউএনবি