নিজস্ব প্রতিবেদক:
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করেই আন্তর্জাতিক ম্যাচে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে থিয়েরি অঁরিকে স্পর্শ করলেন অলিভিয়ের জিরুদ। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৫১ গোলের রেকর্ডের মালিক ছিলেন সাবেক তারকা থিয়েরি অঁরি। ৮ ম্যাচ কম খেলেই অঁরিকে ছুঁয়ে ফেলেছেন জিরুদ। গত মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করে অঁরির সঙ্গে সমতা আনেন জিরু। আর ১ গোল করলে অঁরিকে ছাড়িয়ে জিরুই হবেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও জিরুদের গোলেই লিড নেয় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপের মঞ্চে এটিই ছিল জিরুদের দ্বিতীয় গোল। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে তার অবদান থাকলেও গোল করতে পারেননি তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জিরু তার প্রথম গোল করেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা