May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 16th, 2023, 8:45 pm

অনাকাঙ্খিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত: টিম হোটেল থেকে সাংবাদিকদের সরিয়ে দেওয়ায় ক্ষমা চাইলেন লিটন

বাংলাদেশের তারকা ব্যাটসম্যান লিটন দাস ভারতের পুনেতে টিম হোটেল থেকে বাংলাদেশের সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ দলের কোন নির্ধারিত অনুশীলন বা মিডিয়া ইন্টার‌্যাকশন ছিল না, সাংবাদিকরা তখন টিম হোটেলে যান। লিটন এই বিষয়টিতে খুশি হতে পারেননি। তিনি হোটেলের নিরাপত্তা কর্মীদের ডেকে সাংবাদিকদের দূরে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

এই ঘটনায় ভারতে আইসিসি বিশ্বকাপ কভার করা বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। কিছু সাংবাদিক তাদের টেলিভিশনে প্রচারিত বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা প্রতিবেদনে লিটনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়েছেন লিটন।

লিটন পোস্ট করেছেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত… মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

বাংলাদেশ দল ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে এ পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়েছে, এরমধ্যে একটিতে জয় পেয়েছে।

আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

—-ইউএনবি