April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 7:50 pm

অনুশীলনে ফিরলেন ওপেনার তামিম

নিজস্ব প্রতিবেদক:

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। সেই জিম্বাবুয়ে সিরিজ খেলে আসার পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার কথা থাকলেও আঙুলের ইনজুরিতে ফের ছিটকে গেছেন। চোট সারিয়ে আবারও অনুশীলন শুরু করেছেন বামহাতি ওপেনার। সবকিছু ঠিক থাকলে খেলবেন আসন্ন বিপিএলে। নেটে সোমবার মিরপুরের ইনডোরে ছন্দময় তামিমকেই দেখা গেছে। স্পিনার রবিউল ইসলাম রবির বলগুলি একের পর এক সীমানা ছাড়া করেছেন। সব মিলে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন কোনও প্রকার জড়তা ছাড়াই। দেখে মনে হয়েছে বেশ স্বাচ্ছন্দে ব্যাটিং করেছেন। চোটের কারণে তামিম গত ২২ নভেম্বর ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছিলেন। চিড় ধরা আঙুলে অস্ত্রোপচার করানো লাগতে পারে- এমন ভাবনা নিয়েই সেখানে যাওয়া। কিন্তু স্ক্যান রিপোর্টে চিড় প্রায় সেরে উঠায় চিকিৎসক তাকে এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে বলেন। তবে অবস্থার উন্নতি হওয়াতে কিছুটা আগে ভাগেই অনুশীলনে ফিরেছেন। শুরুতে হালকা ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওয়ার্কলোড বাড়াবেন। এদিন শুধু স্পিনারদের খেলেছেন। দ্রুতগতির বল খেলবেন কয়েকদিন পর। অবশ্য বিসিএল নিয়ে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় নেট বোলার পাননি। সোমবার স্পিনার রবিউলের পাশাপাশি থ্রো ডাউন খেলেছেন। প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন শেষে তৃপ্তির ঝলক দেখা গেছে তামিমের চোখে-মুখে।