September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 15th, 2023, 8:20 pm

অনুশীলনে মনোযোগী সাকিব

অনলাইন ডেস্ক :

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই সাকিব আল হাসান। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ফিরতে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ফিটনেস সমস্যায় ভুগছেন সাকিব। গত মঙ্গলবার দেশে ফিরে বৃহস্পতিবার থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন। এক সপ্তাহের ব্যবধানে বোলিং অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ইনডোরের আউটারে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব। বোলিংয়ের আগে একাডেমি মাঠে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় ধরে রানিং সেশন করেন তিনি। তীব্র গরমে রানিং সেশন শেষ করেই ইনডোরে কয়েক ওভার হাত ঘুরিয়েছেন সাকিব।

আসন্ন বিশ্বকাপের আগে সাকিবের সার্ভিস পুরোপুরি না পেলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে তামিম ইকবালকে। তবে যেভাবে কঠোর পরিশ্রম করছেন সাকিব, তাতে আশা করা যায় আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজেই ফিট হয়ে ফিরবেন। সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।’