চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। পাকিস্তানের সাথে এটা ছিল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ।
সোমবার অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর করতে ব্যর্থ হয়। আরিফুল ইসলামের সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশ ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৫ রানে ইনিংস শেষ করে।
১১৯ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ১০০ রান করেন আরিফুল। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে ইফতেখার হোসেনের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে এওয়াইজ আলী ও মেহরান মুমতাজ তিনটি করে উইকেট নেন।
জবাবে পাকিস্তান ৪৬.৩ ওভারে ছয় উইকেটে ১৭৬ রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তাদের পক্ষে উইকেটরক্ষক ব্যাটার হাসিবুল্লাহ খান ৭৯, ওপেনার মুহাম্মদ শেহজাদ ৩৬, ইরফান খান ও আব্দুল ফাসিহ যথাক্রমে ২৪ ও ২২ রান করেন।
বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান দু’টি ও নাইমুর রহমান একটি উইকেট নেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটিই ছিল বাংলাদেশের শেষ ম্যাচ।
এর আগে, বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে সুপার লিগের কোয়ার্টার ফাইনালে উঠে। সেখানে তারা ভারতের কাছে হেরে যায়।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান