November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 25th, 2022, 7:44 pm

অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে লক্ষ্মণ

অনলাইন ডেস্ক :

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তবে তাকে ছাড়াই এশিয়া কাপের অভিযান শুরু করতে হচ্ছে ভারতকে। করোনাভাইরাস পজিটিভ হয়েছেন সাবেক ব্যাটার। তার জায়গায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। শুধু অধিনায়ক বদল হচ্ছে না, ভারতের কোচও বদল হচ্ছে। এত ব্যস্ত সূচি যে আলাদা দল নিয়ে আলাদা সিরিজে থাকতে হচ্ছে। এই যেমন আয়ারল্যান্ড সিরিজ। ওই সময় আবার ভারতের খেলা ছিল ইংল্যান্ডের বিপক্ষে। এশিয়া কাপ সামনে রেখে জিম্বাবুয়ে সফরেও প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিশ্রামে ছিলেন। তাই জিম্বাবুয়েতে লক্ষ্মণকে কোচ করে পাঠানো হয়েছিল। সাবেক এই ক্রিকেটারের কাজ আরও কিছুদিন বেড়েছে। এশিয়া কাপেও তার হাতেই থাকছে রোহিত শর্মাদের দায়িত্ব। জিম্বাবুয়ে সফরে ভারতের মূল কোচিং স্টাফেরা বিশ্রামে ছিলেন। এশিয়া কাপ দিয়ে তাদের ফেরার কথা ছিল। কিন্তু দ্রাবিড় কোভিড আক্রান্ত হওয়ায় প্রধান কোচকেই পাচ্ছে না ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দ্রাবিড়, তার জায়গায় আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ। দ্রাবিড়ের অনুপস্থিতিতে বেশ ভালোভাবেই দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। জিম্বাবুয়ে সিরিজে তার অধীনে হোয়াইটওয়াশের আনন্দে মেতেছে লোকেশ রাহুলরা। এবার তার মিশন এশিয়া কাপ। অবশ্য প্রধান কোচ দ্রাবিড়ও সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে পারেন। যদিও সেটির পুরোটাই নির্ভর করছে তার কোভিড পরিস্থিতির ওপর। নেগেটিভ হলেই কেবল তিনি উড়াল দিতে পারবেন। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই তাদের দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম সেরা দ্বৈরথ!