অনলাইন ডেস্ক :
২৭টি মন্ত্রণালয় ও বিভাগের তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টনের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনে যেসব মন্ত্রণালয় ও বিভাগের নেতৃত্ব দেবেন সেগুলো হলো:
. মন্ত্রিপরিষদ বিভাগ
· প্রতিরক্ষা মন্ত্রণালয়
· সশস্ত্র বাহিনী বিভাগ
· শিক্ষা মন্ত্রণালয়
· সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
· খাদ্য মন্ত্রণালয়
· আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয়
. ভূমি মন্ত্রণালয়
· বস্ত্র ও পাট মন্ত্রণালয়
· কৃষি মন্ত্রণালয়
· বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
· রেলপথ মন্ত্রণালয়
. জনপ্রশাসন মন্ত্রণালয়
· বিদ্যুৎ, শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
· নৌ পরিবহন মন্ত্রণালয়
· পানিসম্পদ মন্ত্রণালয়
· মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
· দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
· তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
· প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
· বাণিজ্য মন্ত্রণালয়
· শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
· সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
· মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
· পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
· প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
অন্তর্বর্তীকালীন সরকারের বাকি উপদেষ্টাদের প্রাপ্ত দপ্তরের তালিকা হলো-
সালেহ উদ্দিন আহমেদ: অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
আসিফ নজরুল: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আদিলুর রহমান খান: শিল্প মন্ত্রণালয়
হাসান আরিফ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়
মো. তৌহিদ হোসেন: পররাষ্ট্র মন্ত্রণালয়
সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
শারমিন এস মুরশিদ: সমাজকল্যাণ মন্ত্রণালয়
ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম সাখাওয়াত হোসেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ড. আ. ফ.ম. খালিদ হোসাইন: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
নূরজাহান বেগম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নাহিদ ইসলাম: ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
আসিফ মাহমুদ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
শেখ হাসিনার সরকারের পতনের পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।
শপথ অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনুষ্ঠানে ৫০০ জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ