November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 2nd, 2024, 8:33 pm

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারি বর্ষণ, ২৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ভয়াবহ বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে ১২ ও তেলেঙ্গানায় ১৫ জন। বন্যা ও বৃষ্টিপাতের দুই রাজ্যে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা উভয় রাজ্যেই বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রাজ্যের বেশির ভাগ রাস্তায় পানি জমায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা ও বৃষ্টির কারণে শতাধিক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাজ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। উপকূলের বন্যাকবলিত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এরইমধ্যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত রোববার রাতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোদি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সোমবার ও মঙ্গলবারও দুই রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। পরিস্থিতি বিবেচনায় তেলেঙ্গানায় সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।