April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 9:10 pm

অপহরণ-চাঁদাবাজী মামলায় সাঁথিয়ায় ছাত্রলীগ সম্পাদকসহ আটক ৫

জেলা প্রতিনিধি, পাবনা :
অপহরণ ও চাঁদাবাজি মামলায় পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সরদার রুবেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, সাঁথিয়া পৌর এলাকার কোনাবাড়িয়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানা (৩২), একই এলাকার নৃপেন চন্দ্রের ছেলে সন্দ্বীপ কুমার (২৫), চক নন্দনপুর এলাকার জামাল সরদারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুবেল (৩৫), চর ভদ্রকোলা এলাকার আজগর আলীর ছেলে ইয়াছিন আলী (৩৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে মিলন হোসেন (৪৫)।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভদ্রকোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আদম ব্যবসায়ী হেলাল উদ্দিনকে গত রোববার (২৬ জুন) সন্ধ্যায় মাজগ্রাম বাজার থেকে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানা হেলাল উদ্দিন নামক একব্যক্তির কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে মারপিট করে। জানতে পেরে হেলালের স্বজনরা ৯৯৯ এ ফোন দিলে সাঁথিয়া থানা পুলিশ হেলালকে রাত আটটার দিকে ফেস টু ফেস কার্যালয় থেকে উদ্ধার করে। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানাসহ পাঁচজনকে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন। মামলা নং ২৮, তারিখ ২৭/৬/২২।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান সানা ইতিপূর্বে এক ঠিকাদারের ম্যানেজারকে মারপিট ও চাঁদাদাবি করে। এ ব্যাপারে থানায় মামলা হয়। এছাড়াও ছানা ও রুবেলের বিরুদ্ধে সাংবাদিক হাবিবুর রহমান স্বপনকে লাঞ্চিত করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা ছানা ও রুবেলের বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে। সোমবার সকালে আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।