অনলাইন ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেডে শুরুটা অসাধারণ হলো কাসেমিরোর! নাহ, বিখ্যাত লাল-সাদা জার্সিতে তিনি এখনও মাঠে নামেননি। তবে ওল্ড ট্র্যাফোর্ডে পা দিয়ে প্রথম দিনেই দেখলেন লিভারপুলের বিপক্ষে দলের দুর্দান্ত জয়। এখন তিনি টগবগ করে ফুটছেন নতুন অধ্যায় শুরু করতে। কোচ এরিক টেন হাগের সঙ্গে কাজ শুরু করতে তর সইছে না এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সব কোচের সংস্পর্শ পেয়েছেন কাসেমিরো। জোসে মরিনিয়োকে দিয়ে শুরু। সময়ের পরিক্রমায় সেখানে আরও কিছু কোচকে পেয়েছেন তিনি। এর মধ্যে ছিল কার্লো আনচেলত্তি ও জিনেদিন জিদানের মতো কোচও, যারা জায়গা করে নিয়েছেন ফুটবল ইতিহাসের সেরা কোচদের মধ্যে। এবার নতুন ক্লাবে তার কোচ টেন হাগ, যিনি এই মৌসুম থেকেই যাত্রা শুরু করেছেন এই ক্লাবে। রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর ৩০ বছর বয়সী এই ফুটবলার বললেন, নতুন কোচের সঙ্গে কাজ করার রোমাঞ্চ তাকে দোলা দিচ্ছে প্রবলভাবে। “ম্যানচেস্টার ইউনাইটেডে ও প্রিমিয়ার লিগে নতুন শুরুর চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত। ক্যারিয়ারে আমি অনেক গ্রেট ম্যানেজারের সঙ্গে কাজ করেছি। এরিকের (টেন হাগ) সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তার পরিকল্পনা জেনেছি। তার সঙ্গে, তার স্টাফ ও নতুন সতীর্থদের সঙ্গে সামনের সময়গুলোতে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি আমি।” নতুন ক্লাবে তার দেখা হবে পুরনো এক সতীর্থের সঙ্গেও। মাঝমাঠ থেকে আক্রমণভাগের সেই সংযোগ দেখা যাবে আবার। রিয়াল কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো তো এখন এই ক্লাবেই। যদিও তার ক্লাব ছাড়ার জোর গুঞ্জন আছে। তবে মাদ্রিদেই কাসেমিরো বলে এসেছেন, রোনালদোর সঙ্গে আবারও বন্ধন গড়ে তোলার অপেক্ষায় তিনি। “ক্রিস্তিয়ানোর সঙ্গে আমার কথা হয়নি এখনও। তবে তার সঙ্গে আবার খেলতে চাই আমি। সে অবিশ্বাস্য, রোমাঞ্চ নিয়ে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি সে থেকে যাবে (ইউনাইটেডে), বিশ্বের সেরাদের একজন সে।”
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা