November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 9:25 pm

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলতি অর্থ-বছরের (২০২২-২৩) প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে পাঁচ দশমিক ১৩ শতাংশ ও যুক্তরাজ্যে ১৫ দশমিক ১১ শতাংশ পোশাক রপ্তানি বেড়েছে। প্রধান এই বাজারগুলোর বাইরে অপ্রচলিত বাজারে ২৫ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে পোশাকের রপ্তানি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত দেশভিত্তিক রপ্তানির তথ্য পর্যালোচনা করে বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর ২০২২-২০২৩ অর্থ-বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি ৪ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থ-বছরের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নে বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ১ দশমিক ৩৪ শতাংশ রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারে। স্পেন ও ফ্রান্সে রপ্তানি যথাক্রমে ২১ দশমিক ৩৫ শতাংশ এবং ৩৬ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ইইউর অন্যতম সম্ভাবনাময় বাজার পোল্যান্ডে রপ্তানি জুলাই-সেপ্টেম্বর ২০২১-২০২২ এর তুলনায় ২৪ দশমিক ৪৯ শতাংশ হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২০২২-২০২৩ অর্থ-বছরের প্রথম তিনমাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে দাড়িয়েছে, যা প্রবৃদ্ধির হ্রাসের একটি স্পষ্ট লক্ষণ। একই সময়ে, যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি যথাক্রমে ১৫ দশমিক ১১ শতাংশ এবং ১৭ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং ৩৩৪ দশমিক ৬৫ মিলিয়নে মার্কিন ডলার পৌঁছেছে। ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে, অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রপ্তানি ২৫ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা আগের বছরের একই সময়ের মধ্যে ১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ছিল। অপ্রচলিত বাজারের মধ্যে, জাপানে রপ্তানি ১৬ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩২০ দশমিক ৪০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে ভারতে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে ৬৬ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ৩০৬ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, একই সময়ের মধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ায় রপ্তানি কমেছে যথাক্রমে ৩ দশমিক ৬৯ শতাংশ, ০ দশমিক ১৩ শতাংশ ও ৮ দশমিক ৭১ শতাংশ এবং ৪৭.৩০ শতাংশ।