বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ ধাপের দেশব্যাপী অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
পূর্ববর্তী অবরোধের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পাশাপাশি ফ্রন্টিয়ার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক দফা দাবিতে তৃতীয় সপ্তাহের মতো দেশব্যাপী সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো।
রবিবার রাতে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারে তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম