অনলাইন ডেস্ক :
ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া নিয়ে সংশয়ে ছিলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। সব জটিলতা কাটিয়ে অবশেষে ফাহাদ এখন আরব আমিরাতের পথে। আগের দিন ভিসা পেয়েছেন। সোমবার সকালে ঢাকা ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুরের বিমানে চড়েছেন। আজ মঙ্গলবার আবুধাবি ও পরের সপ্তাহে দুবাইয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হবে। সেখানে খেলতে পারলে ফাহাদের গ্র্যান্ডমাস্টার্স নর্ম পাওয়ার সুযোগ রয়েছে। আগেই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ছেলে তাহসিন তাজওয়ার গেছেন সেখানে। সোমবার ফাহাদের সঙ্গে গেছেন আরেক দাবাড়ু মেহেদি হাসান পরাগও। ঢাকা ছাড়ার আগে ফাহাদবলেছেন, ‘আরব আমিরাতে খেলবো বলে আমি দুইমাস ধরে অনুশীলন করে আসছি। সেখানে ভালো করতে পারলে নর্ম অর্জন সম্ভব হবে। আমি আমার মতো করে চেষ্টা করে যাবো।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা