March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 30th, 2022, 7:47 pm

অবশেষে ড্র তে শেষ হলো নারী অ্যাশেজ

অনলাইন ডেস্ক :

থ্রিলারে ভরপুর নারী অ্যাশেজের একমাত্র টেস্টটি অবশেষে ড্র তে শেষ হলো। দ্বিতীয় ইনিংসে ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নারী দল ২৪৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। হাতে আরও এক উইকেট থাকলেও আলো স্বল্পতার কারণে ম্যাচটি শেষ করতে বাধ্য হন আম্পায়ার। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে উভয় দলকে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বড় স্কোর দাঁড় করায় স্বাগতিক অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৯৩ রান করেছেন অধিনায়ক ম্যাগ ল্যানিন। এ ছাড়া রিচেল হাইনেস ৮৬, আশলেই গার্ডনার ৫৬, তাহলিয়া ম্যাকগ্রাহ ৫২ ও এলিস পেরি ১৮ রান করেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন ক্যাথারিন ব্রান্ট। এ ছাড়া নেট সিভার ৩টি ও একটি উইকেট নেন আনায়া। পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড নারী দল। সর্বোচ্চ ১৬৮ রানের অপরাজিত এক কাব্যিক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার হেথার নাইট। দ্বিতীয় ইনিংসে ৪০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২১৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া নারী দল। এতে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। শেষ দিনে খেলা প্রায় নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল ইংলিশরা। তবে অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের অল্প দূরত্বে থেকে ফিরতে হলো উভয় দলকে।