অনলাইন ডেস্ক :
দলবদলের বাজারে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সব গুঞ্জনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বায়ার্ন মিউনিখের সিইও অলিভার কান। সবকিছু ঠিক থাকলে হয়তো এ গ্রীষ্মের দলবদলেই জার্মান জায়ান্টদের হয়ে খেলতে দেখা যেতে পারে পর্তুগিজ তারকাকে। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। সে বিষয়ে অবগত প্রায় সব ফুটবলপ্রেমী। কারণটাও সবার জানা, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে তিনি ছাড়ছেন ওল্ড ট্রাফোর্ড। গত মৌসুমে সেরা চারে থেকে লিগ শেষ করতে না পারায় ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা হারিয়েছে ম্যানইউ। এদিকে রোনালদোর বয়স আগামী ফেব্রুয়ারিতে পাড়ি দেবে ৩৮ বছরে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে তাই ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতায় তিনি অংশ নিতে পারবেন না౼সেটা মানতে পারছেন না। নিজের প্রতিনিধিকে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে এমন ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে। তার প্রতিনিধি জর্জ মেন্ডেস নির্দেশনা পেয়ে চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, এসি মিলানসহ একাধিক ক্লাবের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু তার উচ্চ বেতন কাঠামোর কারণে অধিকাংশ ক্লাবই তাকে না করে দিয়েছে। একসময় যেসব ক্লাব তাকে পাওয়ার জন্য উদগ্রীব হয়েছিল, তারাও আজ মুখ ফিরিয়ে নিয়েছে। পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি গত বছর লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর জানিয়েছিলেন, তার স্বপ্ন রোনালদোকেও একদিন প্যারিসে নিয়ে আসবেন। কিন্তু আজ রোনালদো নিজে থেকে যেতে চাইলেও তাকে গ্রহণ করার কোনো ইচ্ছে দেখাচ্ছে না খেলাইফি। রোনালদোর বিষয়ে প্রথম ধাপে সরাসরি না করেছিল বায়ার্নও। নাগেলসমান তার ক্লাবে পর্তুগিজ তারকাকে ভেড়ানোর গুঞ্জনের বিষয়ে বলেছিলেন, ‘আমিও সেটা পড়েছি, খবরগুলোর সত্যতা একেবারেই নেই।’ ক্লাবটির ক্রীড়া পরিচালক সালিহামিজিচও বলেছিলেন, ‘রোনালদোর জন্য অনেক সম্মান আছে আমার, বিশেষ করে সে যা অর্জন করেছে তারপর। তবে আমি আবারও বলছি, সে আমাদের আগ্রহে নেই মোটেও।’ তবে প্রেক্ষাপট এখন বদলেছে। গ্রীষ্মের দলবদলের বাজারে তারা ধরে রাখতে পারেনি ক্লাবের সবচেয়ে বড় তারকা রবার্ট লেভানদোভস্কিকে। অনেক জল্পনা-কল্পনা শেষে তিনি যোগ দিয়েছেন বার্সেলোনায়। এদিকে পোলিশ তারকার বদলি হিসেবে একজন স্ট্রাইকারকে দলে ভেড়ানো প্রয়োজন বায়ার্নের। অনেক খোঁজাখুজি করেও তার বিকল্প হিসেবে কাউকে পাচ্ছে না জার্মান জায়ান্টরা। শেষ পর্যন্ত তাই তারা হাতে থাকা রোনালদোকে দলে ভেড়ানোর কথা ভাবছেন। এ বিষয়ে বায়ার্নের সিইও অলিভার কান গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এবার দলবদলের বাজারে বেশ আলোচনায়। এটা খুবই রোমাঞ্চকর। আপনি ঠিকই এখন রোনালদোর কথা জানতে চাইবেন। হ্যাঁ, এখনো কিছুদিন উইন্ডো খোলা আছে। আমরা এখনো কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছি। যেকোনো কিছু হতে পারে।’ তিনি যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে ক্রিশ্চিয়ানোকে পছন্দ করি। সবাই জানে সে কেমন মানের ফুটবলার। তবে সব ক্লাবের আলাদা একটা দর্শন রয়েছে। জানি না শেষ পর্যন্ত কী হয়। জানি না, বায়ার্ন এবং বুন্দেসলিগার জন্য এটা সঠিক সিদ্ধান্ত হবে কি না, যদি আমরা তার সঙ্গে এখন চুক্তি করি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা