অনলাইন ডেস্ক :
মালয়েশিয়ার সরকারের বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার রাজপ্রাসাদ থেকে ওই ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় (জিএমটি ২১:০০) আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মালয়েশিয়ার রাজা উচ্চ পদস্থদের মতামত বিবেচনায় নিয়ে আনোয়ার ইব্রাহিমকে দেশের ১০ম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন। সংবাদ সংস্থা এএফপি রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, এর মধ্য দিয়ে মালয়েশিয়ার পার্লামেন্টের নজিরবিহীন অচলাবস্থার অবসান ঘটলো। শনিবার পার্লামেন্টের সাধারণ নির্বাচনে কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পার্লামেন্টে অচলাবস্থা তৈরি হয়। আনোয়ার ইব্রাহিম কিংবা সাবেক প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের কেউই সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসনে জিততে পারে নি। মালয়েশিয়ার ২২২ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১২টি আসন। আনোয়ারের দল পেয়েছে ৮২টি আসন আর মুহিউদ্দিনের দল পেয়েছে ৭৩টি। ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম বহুবার প্রধানমন্ত্রীর পদ থেকে বঞ্চিত হয়েছেন। এবার সেই দীর্ঘকোলের প্রতীক্ষার অবসান ঘটলো।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২