November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 5th, 2023, 7:39 pm

অবশেষে ১২ মে ঢালিউডে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

অনলাইন ডেস্ক :

অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। গত বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাবে, প্রাথমিকভাবে ৩০টি সিনেমা হলে সিনেমাটির মুক্তির পরিকল্পনা আছে আমাদের। জানা গেছে, সার্ভারের মাধ্যমে ৩০টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। অনন্য মামুন জানান, নতুন প্রযুক্তির মাধ্যমে সিনেমা চালান হবে। এটা চাহিদা অনুযায়ী ধীরে ধীরে বাড়বে। এই মুহূর্তে অনেক চাহিদা থাকলেও মাত্র ৩০টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট সিনেমা ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমাটি এ দেশের বড় পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। যদিও এরইমধ্যে বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এর আগে, শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি মেলে। তারই প্রেক্ষিতে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে দেশে। এতে অভিনয় করেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হন সালমান খান।