অনলাইন ডেস্ক :
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আর অস্ট্রেলিয়া উভয় দলই সেমিফাইনালে উঠেছে। বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। এরপর আগামী বছরের মার্চে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া দল। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সফর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে সেটা হবে ২৪ বছর পর অস্ট্রেলিয়া দলের পাকিস্তান যাত্রা। সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টিম বাসে হামলার ঘটনায় এক দশক পাকিস্তান সফরে কোনো আন্তর্জাতিক দল যায়নি। গত দুই বছর ধরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে সেখানে সিরিজ খেলে এসেছে। এবার অস্ট্রেলিয়ার সফরের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে পিসিবি। পূর্ণাঙ্গ এই সফরে তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে এই সফর শুরু হবে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ১২ মার্চ আর ২১ মার্চ থেকে লাহোরে হবে সিরিজের শেষ ম্যাচটি। সবগুলো ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৩১ মার্চ ও ২ এপ্রিল তারিখে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলোও হবে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি খেলে পাকিস্তান ছাড়বে অ্যারন ফিঞ্চরা। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা