November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 8:19 pm

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দী গ্রেপ্তার

রাজধানীর সাভার থেকে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ফারুক হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন অর রশীদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাভার এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে।

ফারুক হোসেন জানান, রবিবার রাতে মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার ডিবি কার্যালয়ে ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা’ হিসেবে দাবি করা মিয়া জাহিদুল ইসলাম আরেফি বলেন, ‘লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী আমাকে বিকাল ৩টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। তারা আমাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করেন।’

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজে বের করতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেফিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেকে ‘মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা’ হিসেবে উপস্থাপন করেন তিনি।

—-ইউএনবি