November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 20th, 2021, 7:53 pm

অবসরের ঘোষণা তুষার ইমরানের

অনলাইন ডেস্ক :

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান তুষার ইমরান ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। রোববার জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচের আগে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে এই মৌসুম শেষে আমি যে অবসরে যাবো সেটা আগেই ঘোষণা দিয়েছিলাম। সে কারণেই কালকে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবো। আমি চাইলে হয়তো আরও এক মৌসুম খেলতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই অবসর নেওয়ার সঠিক সময়।’ অবশ্য বর্তমানে ইনজুরিতে আছেন জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের হয়ে খেলা তুষার। সে কারণে খেলা হয়নি তার। রোববার শেষ রাউন্ডেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১২ হাজার রান পূর্ণ হচ্ছে না। ১১ হাজার ৯৭২ রান নিয়েই বিদায় বলতে হচ্ছে তাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে ইনজুরির কারণে গেল কয়েক ম্যাচ খেলতে পারিনি। কালকেও খেলতে পারবো বলে মনে হচ্ছে না। আমি চেয়েছিলাম ১২ হাজার রান পূর্ণ করে বিদায় নিতে। কিন্তু সবকিছু তো আর পরিকল্পনামাফিক হয় না।’ বিদায় বেলায় কোনো আক্ষেপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমি খুব করে চাইছিলাম আরও একবার জাতীয় দলে খেলতে। নিজের সেরাটা দিয়ে কয়েক বার বেশ কাছাকাছিও গিয়েছিলাম। ৭০-৭৫ শতাংশ চান্সও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এ ছাড়া আর কোনো আক্ষেপ নাই। আসলে আমি থেমে থাকার মানুষ নই। থেমে থাকিনি।’ অবসরের পরের পরিকল্পনা নিয়ে তুষার বলেন, ‘আমি ইতোমধ্যে কোচিং পেশার সঙ্গে যুক্ত আছি একটা একাডেমিতে। ভবিষ্যতেও কোচিং পেশার সঙ্গেই থাকতে চাই।’ তুষার ইমরান বাংলাদেশের ক্রিকেটে এক আক্ষেপের নাম। ঘরোয়া ক্রিকেটে সাফল্য তার পায়ে গড়াগড়ি খেয়েছে। ১৮২ ম্যাচ খেলে তিনি রান করেছেন রেকর্ড ১১ হাজার ৯৭২ রান। যেখানে সেঞ্চুরি আছে ৩২টি। যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। আর হাফ সেঞ্চুরি ৬৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ২২০ রান। ২০১৭ সালে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে রয়েছে ১ হাজার ২০০ এর বেশি রানের রেকর্ড করেছিলেন। ২০১৮ সালেও ছিলেন ফর্মের তুঙ্গে। এরপর ২০১৯ সালে করেছিলেন রেকর্ড ১ হাজার ৫০০ এর অধিক রান। তারপরও তার জন্য দরজা খোলেনি জাতীয় দলের। জাতীয় দলের ক্ষেত্রে তিনি এক আক্ষেপের নাম। ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে খেলেই থমকে গিয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। পাঁচ টেস্টে রান করেছেন ৮৯টি। ওয়ানডে খেলেছেন ৪১টি। রান করেছেন ৫৭৪টি। হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ সংগ্রহ ৬৫।