April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 21st, 2022, 7:58 pm

‘অবুঝ মন’র ৫০ বছর, যা বললেন শাবানা

অনলাইন ডেস্ক :

দেশ স্বাধীন হওয়ার ১৯৭২ সালে মুক্তি পায় রাজ্জাক-শাবানা জুটির সিনেমা ‘অবুঝ মন’। প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত সিনেমাটি মুক্তির পর হলে দর্শকের ঢল নেমেছিল। চলচ্চিত্রটি টানা একশত সপ্তাহের বেশি সময় ধরে প্রদর্শিত হয়েছিল। শুধু তাই নয়, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে প্রথম যে বাংলাদেশের চলচ্চিত্রটি ভারতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল সেটিও ‘অবুঝ মন’। বুধবার (২০ ডিসেম্বর) ‘অবুঝ মন’ ৫০ বছর পূর্ণ করল। সিনেমাটির প্রধান দুই অভিনয় শিল্পীর একজন নায়ক রাজ রাজ্জাক, যিনি প্রয়াত। এদিকে অভিনেত্রী শাবানা যুক্তরাষ্ট্র প্রবাসী। এই অভিনেত্রী স্মৃতিচারণ করে একটি সংবাদমাধ্যমকে বলেন, সেই সময়ে হিন্দু-মুসলমানের প্রেম কাহিনি নিয়ে একটি সাহসী সিনেমা নির্মাণ করেন দক্ষ নির্মাতা কাজী জহির। বেশ উৎসবমুখর আয়োজনে সিনেমার কাজ করেছিলাম আমরা। এটি যে এমন সাড়া জাগাবে তা প্রথমে বুঝতে পারিনি। যোগ করে এই কিংবদন্তি অভিনেত্রী বলেন, তারপর তো বলতে গেলে ‘অবুঝ মন’ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এই চলচ্চিত্রটির কথা শুধু আমি নই, কেউই কোনো দিন ভুলতে পারবে বলে আমার মনে হয় না। ‘অবুঝ মন’র কাহিনি, চিত্রনাট্য ও অভিনয়ের পাশাপাশি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানের পরিচিতিও ছড়িয়ে পড়ে দর্শকমহলে। যা এখনও দর্শকদের মুখে মুখে ফেরে। সিনেমাটিতে রাজ্জাক ও শাবানা ছাড়াও আরো অভিনয় করেছিলেন শওকত আকবর, সুজাতা আজিম, নারায়ণ চক্রবর্তী, খান জয়নুল, সাইফুদ্দিন ও হাসমত।