November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 9th, 2024, 7:26 pm

অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী।

তবে দণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর বনানী ১৭ নম্বর সড়কে আবেদিন টাওয়ারের ট্রাম্পস ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিত্রনায়ক সোহেল।

এ ঘটনায় অভিনেতা সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলায় ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কাশেম বেপারী।

২০০১ সালের ৩০ অক্টোবর ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।

এর দুই বছর পর মামলায় অভিযোগ গঠন করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।

২০০৩ সালে এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করায় মামলার বিচারকাজ ২০ বছর বন্ধ ছিল।

—–ইউএনবি