অনলাইন ডেস্ক :
সাবেক ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগত মারা গেছেন। গত সোমবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৩। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সহকর্মীদের সঙ্গে ভারতের পর্যটন নগরী গোয়ায় ভ্রমণে গিয়েছিলেন সোনালি। সেখানেই তার মৃত্যু হয়। তবে পুলিশের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সোনালি ফোগাট জনপ্রিয় অ্যাপ টিকটকের মাধ্যমে বিশেষ পরিচিত পান। সালমান খানের ‘বিগ বস’ রিয়েলিটি শো-তেও হাজির হয়েছিলেন। ২০১৬ সালে হিন্দি ভাষার ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তী সময়ে হরিয়ানভি ভাষার ‘ছোড়িয়ান ছোরো এস কাম নাহি হোতি’ সিনেমায় তাকে দেখা গেছে। পাশাপাশি পাঞ্জাবি ও হরিয়ানভি মিউজিক ভিডিতেও কাজ করেছেন তিনি। সর্বশেষ ‘দ্য স্টোরি অব বদমাশগড়’ ওয়েব সিরিজে অভিনয় করেন সোনালি। সোনালি ফোগাটের জন্ম হরিয়ানার ফতেহবাদের ভুথান গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। শুরুতে ভারতের কংগ্রেসে নাম লেখালেও পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির মনোনয়ন নিয়ে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন তিনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা