November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 31st, 2022, 7:28 pm

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অসুস্থ ব্রুস উইলস

অনলাইন ডেস্ক :

অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হলিউডের দর্শকপ্রিয় অভিনেতা ব্রুস উইলস। ৬৭ বছর বয়েসী ব্রুস উইলস শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় এই ঘোষণা দিয়েছে তার পরিবার। আল জাজিরা এ খবর প্রকাশ করেছে। গত বুধবার ব্রুস উইলসের কন্যা রুমার উইলস তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেনÑ‘সম্প্রতি ব্রুস উইলসের শারীরিক সমস্যা দেখা দেয়। পরীক্ষা করানোর পর জানা যায়, অ্যাফাসিয়া রোগে আক্রান্ত হয়েছেন। এ রোগের কারণে তার কথা বলতে সমস্যা হচ্ছে।’ অন্যদিকে আরেকটি যৌথ বিবৃতি দিয়েছে ব্রুস উইলসের পরিবার। তাতে জানানো হয়েছে, সম্প্রতি অ্যাফাসিয়া রোগে আক্রান্ত হয়েছেন ব্রুস। তার শরীরে নানারকম জটিলতা দেখা দিয়েছে, এজন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। আর এ কারণে তিনি অভিনয় পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। আমাদের পরিবারের জন্য এই সময় অত্যন্ত কঠিন। আপনাদের সকলের ভালোবাসা প্রয়োজন। আমরা জানি, ব্রুসের জন্য তার অনুরাগীরা কতটা গুরুত্বপূর্ণ এবং ব্রুস আপনাদের কতটা প্রিয়। তাই সবাইকে এই সিদ্ধান্তের কথা জানাচ্ছি। এই বিবৃতিতে ব্রুসের প্রাক্তন স্ত্রী ডেমি মোর, বর্তমান স্ত্রী এমা হেমিং ও ব্রুসের সন্তান রুমার, এভলিন, স্কাউট, তালুলাহ, মেবেলের সাইন রয়েছে। উল্লেখ্য, অ্যাফাসিয়া এমন একটি রোগ, যা মস্তিষ্কের একটি নির্দিষ্ট স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট হয়। এর ফলে আক্রান্ত ব্যক্তি ভাষার অভিব্যক্তি এবং বোধগম্যতা হারিয়ে ফেলেন। চিকিৎসকদের ভাষায়Ñঅ্যাফাসিয়া বলতে স্ট্রোক বা মস্তিষ্কে কোনো আঘাতের ফলে রোগীর বাকশক্তি হারানোকে বোঝায়। সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হয়। অক্ষমতা তৈরি হয় লেখার ক্ষেত্রেও।