April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 10th, 2022, 8:07 pm

অভিনয় শিখতে এখনও শিক্ষকের কাছে যান ইরেশ

অনলাইন ডেস্ক :

কিংবদন্তি শিল্পী দম্পতি আলী যাকের ও সারা যাকের। তাদের একমাত্র পুত্র অভিনেতা ইরেশের জন্য এরচেয়ে বড় শিক্ষক আর কে হতে পারেন? ইরেশও তা-ই মনে করেন। বাবা-মায়ের উত্তরসূরি হিসেবে এখনও তাই ইরেশের পর্দায় উপস্থিতি আলাদা বিনোদন দেয় দর্শকদের। তবে মজার এক তথ্য দিলেন এই তারকা। জানালেন, এই তো কিছু দিন হলো নিজের অভিনয় আরও চরিত্রঘনিষ্ঠ করতে দ্বারস্থ হয়েছেন নায়লা আজাদ নূপুর ও আজাদ আবুল কালামের কাছে। একেবারে আক্ষরিকভাবেই যেন, তারা তার শিক্ষক ও তিনি ছাত্র। মুক্তি প্রতীক্ষিত ছবি ‘গুণিন’র বিশেষ শোতে হাজির হয়ে ৯ মার্চ সন্ধ্যায় কথাটি বলেন ইরেশ। আজাদ আবুল কালাম ও ইরেশ এই ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, ১৯৮০’র দশকে বাংলাদেশের মঞ্চ ও টিভি নাটকের একজন পরিচিত মুখ নায়লা আজাদ নূপুর বর্তমানে বাংলাদেশেই আছেন। আপনার অভিনয় দেখলে মনে হয়, আগের চেয়ে এখন অনেক বেশি চরিত্রের মধ্যে মিশে যাচ্ছেন। দর্শক আপনার উপস্থিতি উপভোগ করছে- এমন প্রশংসায় ইরেশ বলেন, ‘‘আমার অভিনয় দেখে এক বন্ধু একদিন আমাকে বললো, ‘তোমার অভিনয়টার মধ্যে একটা মেকি ভাব থাকছে। মানে চরিত্রের মধ্যে ঢুকছো না।’ বিষয়টি নিয়ে আমিও ভাবলাম। এরপর আমি দুজন শিক্ষকের দ্বারস্থ হলাম বা তাদের সহযোগিতা করতে বললাম। তারা হলেন গুণী দুই মানুষ নায়লা আজাদ নূপুর ও আজাদ আবুল কালাম। বেশ কিছু দিন হচ্ছে আমি তাদের কাছে নতুন করে শিখছি। চেষ্টা করছি অভিনয়ে আরও উন্নতি করার।’’ গত বুধবার রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে এর প্রিমিয়ার শো আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয় ‘গুণিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। ছবিটিতে রমিজ চরিত্রে শরিফুল রাজ ও রাবেয়ার ভূমিকায় দেখা যাবে পরীমণিকে। আজ শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’। নির্মাতা জানান, ছবিটির গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে কেন্দ্র করে। তার আধ্যাত্মিক ক্ষমতা আছে। এর জোরে গ্রামে তার বিশাল প্রভাব। গুণিনের তিন নাতি রহম, আলী ও রমিজ। তার রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে ছবিটির প্রেক্ষাপট। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।