November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 18th, 2022, 7:47 pm

অভিষেকে ট্রিপল সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন সাকিবুল

অনলাইন ডেস্ক :

প্রথম শ্রেণির ক্রিকেটের আড়াইশ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনই ঘটেনি। যেটা করে দেখালেন ভারতের তরুণ ক্রিকেটার সাকিবুল গনি। দেশটির প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচেই তিনি ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছেন। বৃহস্পতিবার বিহারের হয়ে মিজোরামের বিপক্ষে তার প্রথম শ্রেণির অভিষেক হয়েছে। ম্যাচের প্রথম দিনে বিহার যখন ৭১ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে গিয়েছিল, তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিবুল। দিন শেষে তিনি ১৩৬ রানে অপরাজিত। তার সঙ্গী বাবুল কুমারও ১২৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিন শেষে বিহারের স্কোর দাঁড়ায় ৩২৫ রান। গতকাল শুক্রবার দ্বিতীয় দিন ৩৪১ রান করে শেষ হয় ২২ বছর বয়সী এই তরুণের ইনিংস। সাকিবুল গনি আউট হলে ভাঙে ৫৩৮ রানের জুটি। বাবুল ২২৯* রানে অপরাজিত ছিলেন। ৫ উইকেটে ৬৮৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বিহার। এতদিন প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি ছিল আরেক ভারতীয় ক্রিকেটার অজয় রোহেরার। ২০১৮-১৯ মৌসুমে রঞ্জি ট্রফিতেই তিনি মধ্য প্রদেশের হয়ে হায়দরাবাদের বিপক্ষে ২৬৭ রান করেছিলেন।