April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 18th, 2022, 8:52 pm

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য চুক্তির ওপর জোর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার

অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।
সোমবার জাকার্তায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছে দেশ দুটির প্রতিনিধিরা।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি আলোচনায় নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো বিষয়টি পর্যালোচনা করা হয় এবং উভয় পক্ষ একে আরও শক্তিশালী করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।
বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও ওষুধ, সংযোগ, আইসিটি, পর্যটন, হালাল বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, যুব ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে দুই দেশ।
পাইপলাইনে থাকা সমঝোতা স্মারকগুলো শিগগিরই সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আটকে পড়া মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ইন্দোনেশিয়া ও আসিয়ানের সক্রিয় সমর্থন কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

—ইউএনবি