অনলাইন ডেস্ক :
দীর্ঘ চার বছর পর নতুন গান প্রকাশ করল ব্যান্ড অর্থহীন। শিরোনাম ‘আমার এ গান’। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেইজ গিটারিস্ট সুমন। মঙ্গলবার রাতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এ আয়োজন নিয়ে সুমন বলেন, ”গত বছরের শেষে ভক্তদের কথা দিয়েছিলাম, শিগগিরই অর্থহীনের অষ্টম অ্যালবাম প্রকাশ করব। সে কথা রাখতেই ‘আমার এ গান’ প্রকাশ করা। ব্যান্ডের অষ্টম অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর গান এটি। কথা-সুর-সংগীতায়োজন সবকিছু মিলিয়ে এই গানে শ্রোতা অর্থহীনকে আরও নতুনভাবে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস।” বেইজবাবাখ্যাত শিল্পী সুমন আরও জানান, এরইমধ্যে অ্যালবামের অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে। বাকি কাজটুকু শেষ করতেও খুব একটা সময় লাগবে না। এরপর সব গান মিলিয়ে পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশ করা হবে শ্রোতাদের জন্য। দীর্ঘদিনের অসুস্থতার কারণে সুমনের গত চার বছর নতুন কোনো গান প্রকাশ করেনি অর্থহীন। এ বছর সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায়, নতুন উদ্যোগে অ্যালবামের কাজ শুরু করেন ব্যান্ড সদস্যরা। পাশাপাশি অংশ নিতে থাকেন বিভিন্ন কনসার্টে। সর্বশেষ চলতি মাসে ‘নভেম্বর রেইন’ কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে ব্যান্ডটি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ