April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 16th, 2023, 5:52 pm

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই-বেরোবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয় বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হলো সুস্থ সাংস্কৃতিক চর্চা। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হলে এ ধরনের সাংস্কৃতিক চর্চার প্রসার ও বিকাশ প্রয়োজন। উপাচার্য আরো বলেন, মানবিক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে সংগীতের ভূমিকা অনন্য।
বুধবার সন্ধ্যায় স্বাধীনতা স্মারক মাঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র আয়োজিত ৪র্থ শাস্ত্রীয় সংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আহবায়ক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। শাস্ত্রীয় সংগীত উৎসবের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি। ৪র্থ শাস্ত্রীয় সংগীত উৎসবে কন্ঠ সংগীত, সেতার, বেহালা, নৃত্য, বাঁশি, তবলা, সমবেত যন্ত্র-সংগীত পরিবেশনা করেন শিল্পীরা।