অনলাইন ডেস্ক :
হৃদরোগে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ। ফক্স স্পোর্টসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রচন্ড বুকে ব্যথা হলে ৭৪ বছর বয়সী এই কিংবদন্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। নিউজ ক্রপ বলছে, হাসপাতালে ভর্তি হওয়া মার্শের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল পরিবর্তনও করা হতে পারে। তবে মার্শকে বুন্দেবার্গে রাখা হবে নাকি ব্রিসবেনে পাঠানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফক্স স্পোর্টস বলছে, বুন্দেবার্গে এক দাতব্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্শ। সেখান থেকে হোটেলে ফেরার পথে গাড়িতেই হার্ট অ্যাটাক হয় অসি কিংবদন্তির। পরে ওই গাড়ি করেই নেওয়া হয় হাসপাতালে। ক্রিকেট ক্যারিয়ারে ৩৬৩৩ টেস্ট রানের সঙ্গে ৩৪৩টি ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটরক্ষক। শেফিল্ড শিল্ডে ১৫টি মৌসুম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মার্শ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা