অনলাইন ডেস্ক :
আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার তরুণ গায়ক রিংকু। তবে গত দশ মাস এক বিভীষিকাময় সময় কাটিয়েছেন গানের প্রতিযোগিতা থেকে উঠে আসা এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। গত ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকা ফিরেছেন তিনি। জানালেন, শারীরিক অবস্থা এখন বেশ ভালো। ইতোমধ্যে গানেও ফিরেছেন। রিংকুবলেন, ‘দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছিল এটা। স্ট্রোক করার পর আমার ডান পা ও হাত প্যারালাইজড হয়ে যায়। এরপর গ্রামেই ছিলাম। এখন পুরোপুরি আগের মতোই সক্রিয় হয়েছে হাত-পা। পাশাপাশি সিআরপিতে এখনও চিকিৎসা নিচ্ছি।’ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্টেও অংশ নিয়েছিলেন রিংকু। বলেন, ‘এখানে ঘুরতে এসেছিলাম। তবে হুট করেই ছোট পরিসরে কনসার্টের আয়োজন করা হয়। গাইলাম। খুব একটা সমস্যা হয়নি।’ নতুন গানও এসেছে এই গায়কের। গেল ৭ অক্টোবর জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে রিংকুর নতুন গান ‘মাটির ব্যাংক’। জলিল মাহমুদের কথা ও সুরে এর সংগীত করেছেন মোশাররফ হোসেন সেতু। এর আগে রিংকুর সবশেষ গান প্রকাশ হয় ২০১৯ সালের নভেম্বরে। হাবিব মোস্তফার সুরে ‘মানবসেবা’। ফলে প্রায় দুই বছর পর তার নতুন গান এলো এই অক্টোবরে। রিংকু জানান, গত বছরের ডিসেম্বরে ‘মাটির ব্যাংক’ গানটি রেকর্ড করেছিলেন তিনি। সেটিই এতদিন পর অবমুক্ত হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে আয়োজিত একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে সংগীতাঙ্গনে পথচলা শুরু রিংকুর। এরপর বাউল, মরমি ও সুফি গান গেয়ে নিজেকে স্বকীয় এক অবস্থানে নিয়ে গেছেন। শুধু নতুন প্রজন্মই নয়, সব ধরনের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় এই গায়ক।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ