November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 7:45 pm

অস্কারের দৌড়ে আসামের চলচ্চিত্র

অনলাইন ডেস্ক :

একটি ১৫ মিনিটের অসমীয় চলচ্চিত্র ‘মুর ঘুরার দুরন্ত গোটি’ (স্বর্গের ঘোড়া) শর্ট ফিল্ম ফিকশন বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত করার যোগ্যতা অর্জন করেছে। সম্প্রতি চলচ্চিত্রটির পরিচালক মহর্ষি তুহিন কাশ্যপ এই তথ্য জানিয়েছেন। ২৭ বছর বয়সী পরিচালক পিটিআইকে বলেছেন, ‘এখন আমরা অস্কারের দৌড়ে প্রবেশের জন্য যোগ্যতা অর্জনে সফল হয়েছি। এটি স্বপ্ন ছিল, যা সত্যি হয়েছে। ফিল্মটি এমন একজন ব্যক্তির গল্প বলে, যে বিশ্বাস করে তাঁর কাছে বিশ্বের সবচেয়ে দ্রুততম ঘোড়া রয়েছে এবং তিনি চান যে এটি শহরের সব ঘোড়ার দৌড় জিতুক। কিন্তু তাঁর কাছে আসলে ঘোড়া নয়, একটি গাধা রয়েছে। ‘মুর ঘুরার দুরন্ত গোটি’ চলচ্চিত্রটি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) একজন ছাত্র তাঁর প্রকল্প হিসেবে তৈরি করেছিল, যা সম্প্রতি বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল (বিআইএসএফএফ) অস্কারযোগ্য চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। বিআইএসএফএফ হলো ভারতের একমাত্র উৎসব, যা শর্ট ফিল্ম ফিকশন বিভাগে অস্কারের জন্য আন্তর্জাতিক এবং ভারতীয় প্রতিযোগিতা বিভাগে তাদের বিজয়ী চলচ্চিত্র পাঠাতে সক্ষম। বিআইএসএফএফ ফেস্টিভাল ডিরেক্টর আনন্দ বরদরাজ সনদ প্রদান করে উল্লেখ করেন, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে মহর্ষি কাশ্যপ পরিচালিত ‘হর্স ফ্রম হেভেন’ বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২২-এর ভারতীয় প্রতিযোগিতা বিভাগে বিজয়ী হয়েছে এবং একাডেমি শর্ট প্রতিযোগিতা (অস্কার) বিভাগে (ফিকশন) এন্ট্রি হিসেবে যোগ্যতা অর্জন করবে।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস